বিদ্যুৎস্পৃষ্ট চাচাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ভাতিজারও
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা ও ভাতিজার মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে উপজেলার বড়িকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের গোলাম মোস্তফা (৭০) ও তাঁর ভাতিজা জসু মিয়া (৬৫)।
নিহতদের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গোলাম মোস্তফার বাড়িতে ভোর ৫টার দিকে বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়। এতে আগুন ধরে বাড়ির সার্ভিস তার ছিড়ে উঠোনে পড়ে যায়। এরপর ঘর থেকে বের হওয়ার সময় ওই বিদ্যুতের তারে জড়িয়ে মাটিতে পড়ে যান। তাঁকে দেখে বাড়ির লোকজন চিৎকার করলে ভাতিজা জসু মিয়া তাঁকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে যান। এ সময় ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশীদ জানান, বিদ্যুতের তারে জড়িয়ে তাঁদের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতাল রিপোর্ট তৈরি করেছে।