বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে ফেনীতে বিএনপির গাড়ি বহরে হামলা

চট্টগ্রামে বিএনপির সমাবেশে যাওয়ার পথে গাড়ি বহরে হামলা। ছবি : এনটিভি
বিএনপির চলমান সরকার বিরোধী আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রামে বিভাগীয় মহাসমাবেশে যাওয়ার পথে ফেনী জেলা বিএনপির নেতাকর্মীদের গাড়ী বহরে হামলার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বারইয়ারহাট, মিঠাছড়া, মিরসরাই, সীতাকুণ্ড, নিজামপুর ও কমলদহ এলাকায় প্রায় ১৫টি গাড়িতে হামলায় বিএনপির ৩০ জন নেতাকর্মী আহত হন।
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, ‘বুধবার সকালে ফেনী থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বারইয়ারহাট, মিঠাছড়া, মিরসরাই, সীতাকুণ্ড, নিজামপুর ও কমলদহ অংশে ১৫টি গাড়িতে হামলা হয়। এ সময় আহত হন ৩০ জন নেতাকর্মী।’
আলাল বলেন, ‘সমাবেশকে ঘিরে ফেনীর ছয়টি উপজেলায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এ সমাবেশে ফেনী জেলা থেকে প্রায় ১০ হাজার নেতাকর্মী অংশ নিচ্ছেন।’