বরিশালে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৩
বরিশাল সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে নির্বাচন পরবর্তী সহিংসতায় তিন জন আহত হয়েছেন। নগরীর কাশিপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে, সহিংসতায় আহত ব্যক্তিদের মধ্যে একজনকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অপর দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় জড়িত কাওকে আটক করতে পারেনি পুলিশ।
স্থানীয়রা বলছেন, ভোটগ্রহণ শেষে লাটিম প্রতীকের প্রার্থী সৈয়দ গোলাম কবির মামুনের পরাজিত হওয়ার গুঞ্জন ওঠে। বিষয়টিকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে ওঠেন তাঁর কর্মী-সমর্থকেরা। তাঁরা জাহিদ হোসেনের ঘুড়ি প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালান।
আহত ব্যক্তিদের মধ্যে মাহফুজ হোসেন সবুজ নামের একজন বলছেন, ‘আমরা নির্বাচন দেখতে গিয়েছিলাম। মামুন মেম্বারের ছেলে রাব্বি ঘুড়ি প্রতীকের সমর্থকদের মারধর করছিলেন। ওই মারধরের ঘটনা আমরা ভিডিও করি এবং ছবি তুলি। তা দেখে রাব্বির নেতৃত্বে আমাকে, শাকিলকে ও রিপনকে মারধর করা হয়। তারা লোহার অস্ত্র দিয়ে শাকিলকে কুপিয়ে জখম করে। আমরা তিন জনই হাসপাতালে ভর্তি হয়েছি।’
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি কমলেশ চন্দ্র হালদার জানান, মারধরের ঘটনায় এখন পর্যন্ত কাওকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
২০২০ সালের ১১ ডিসেম্বর ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেনের মৃত্যু হলে ওই ওয়ার্ডে গতকাল বৃহস্পতিবার উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ঘুড়ি প্রতীক নিয়ে জাহিদ হোসেন, ঠেলাগাড়ি প্রতীক নিয়ে হুমায়ূন কবির এবং লাটিম প্রতীক নিয়ে সৈয়দ গোলাম কবির মামুন প্রতিদ্বন্দ্বিতা করেন।