ভারত-শ্রীলঙ্কার লোকেরা চাকরি করে ৫-৬ বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে : চুন্নু
শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণে ভারত-শ্রীলঙ্কার লোকজন আমাদের দেশ থেকে চাকরি করে ৫ থেকে ৬ বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে।
আজ রোববার জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু এ কথা বলেন।
মুজিবুল হক চুন্নু বলেন, আমি শিক্ষামন্ত্রীকে মনে করিয়ে দিতে চাই, এক বছর আগে আপনাকে বলেছিলাম যে, ইন্টারমিডিয়েট কলেজের গভর্নিং বডির বিষয়ে যেটা স্টে আছে, সেটাতে আপনি আমাদের নিয়োগ করেন, প্রয়োজনে আমরা হেয়ারিং করবো। এছাড়া, আপনারা বলেছেন লইয়ার রাখেন আপনাদের লইয়ার রাখা দরকার। কারণ অ্যাটর্নি জেনারেল অফিস এত ব্যস্ত, নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে শুনানির সুযোগ পাবে না, এটা হবেও না।
মুজিবুল হক চুন্নু আরও বলেন, আপনি যদি উপকার করতে চান, তাহলে লইয়ার রাখেন, অথবা আমাদের রাখেন, আমরা হেয়ারিং করতে পারব। লেখাপড়ার পর লাখ লাখ শিক্ষিত ছেলে-মেয়ে চাকরি পায় না, জব মার্কেটে তারা কোনো জব পায় না। অথচ ভারত-শ্রীলঙ্কা ও মিড লেভেলের লোকজন ম্যানেজমেন্টে চাকরি করে ৫ থেকে ৬ বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে।