ভোলার তজুমদ্দিনে ৭৬০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ১
ভোলার তজুমদ্দিনে অবৈধভাবে চাল মজুত ও গোডাউনের লাইসেন্স না থাকায় একজনকে আটক করা হয়েছে। এ সময় ৭৫০ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। যার ওজন ৩৮ টন। গতকাল বৃহস্পতিবার অভিযান চালায় উপজেলা প্রশাসন।
অভিযানসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শশীগঞ্জ বাজারের দক্ষিণ মাথায় মেঘনা রোডে মেসার্স হাওলাদার রাইস এন্টারপ্রাইজের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মরিয়ম বেগম এই অভিযান চালান। এ সময় গোডাউন থেকে ৭৬০ বস্তা (৩৮টন) চাল জব্দ করা হয়। এ ছাড়া লাইসেন্স না থাকা এবং অবৈধ মজুতের দায়ে ওই গোডাউনের মালিক মো. নুরনবী হাওলাদারের ছোট ভাই মো. মিজান হাওলাদারকে পুলিশ আটক করে। জব্দকৃত চাল রাত সাড়ে ১২টায় অভিযান শেষে পুলিশের নিকট হস্তান্তর করেন ইউএনও।
জানতে চাইলে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জিয়াউল হক বলেন, ‘অবৈধভাবে চাল মজুত করার দায়ে মিজান নামে একজনকে আটক করা হয়েছে। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।’
ইউএনও মরিয়ম বেগম বলেন, ‘অভিযান ৭৬০ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। জব্দ করা চাল অবৈধভাবে মজুত করা হয়েছিল। এ ছাড়া গোডাউনেরও লাইসেন্স নবায়ন ছিল না।’