মসজিদে নামাজের সময় মুসল্লির ইন্তেকাল
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় মসজিদে নামাজরত অবস্থায় এক মুসল্লি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার উপজেলার মগধরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ঘরওয়ালার মসজিদে এ ঘটনা ঘটে।
মো. হানিফ (৬০) নামের ওই মুসল্লি নামাজরত অবস্থায় হঠাৎ ঢলে পড়লে স্থানীয় এক চিকিৎসককে ডেকে আনেন অন্য মুসল্লিরা। পরে ওই চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন। এরপর মুসল্লিরা তাঁর লাশ পেছনে রেখে বাকি নামাজ শেষ করেন। ওই সময়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এটি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
মো. হানিফ ওই এলাকার আব্বাস মোল্লার বাড়ির বাসিন্দা। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।
হানিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মগধরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাকসুদ আলম। তিনি বলেন, ‘হানিফ ভাই আসরের সুন্নাত নামাজ পড়ার সময় হঠাৎ ঢলে পড়ে যান। এ সময় ডাক্তার ডেকে আনলে তিনি পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। হানিফ ভাই অত্যন্ত সহজ সরল মানুষ ছিলেন। এলাকার সবাই উনাকে অত্যন্ত পছন্দ করতেন।’