মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় আলামিন বিশ্বাস ও বায়েজিদ হোসেন নামে দুজন নিহত ও অপর একজন আহত হয়েছে। নিহত বায়েজিদ মাগুরা সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের হাসেম মন্ডলের ছেলে ও আলামিন নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার মৃত নবাব আলীর ছেলে।
শনিবার বিকেল ৪টার দিকে মাগুরা-যশোর মহাসড়কের জাগলা এলাকায় বাসের ধাক্কায় বায়েজিদ নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়। অন্যদিকে দুপুরে মাগুরা-মহম্মদপুর আঞ্চলিক সড়কের বেথুলিয়া গ্রামে বাসের ধাক্কায় আলামিন ও আরিফ নামে দুই মোটর সাইকেল আরোহী আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় আলামিন মারা যায়। আহত আরিফ হোসেন একই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। আহত আরিফ হোসেন শঙ্কামুক্ত বলে কর্তব্যরত চিকিৎসক অমর প্রসাদ জানিয়েছেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন ও মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম হোসেন পৃথক দুটি সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মৃতদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।