মাঝিকান্দিতে প্রস্তুত হচ্ছে ঘাট, শুক্রবারের মধ্যেই চলবে ফেরি
শরীয়তপুরের মাঝিকান্দিতে পদ্মা নদীর শাসন বাঁধ ঘেঁষে জিওব্যাগ ও বালু ফেলে ফেরিঘাট নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আগামী শুক্রবারের মধ্যে ফেরি চলাচলের লক্ষ্যমাত্রা নিয়ে ঘাট নির্মাণ কাজ করছেন বাংলাদেশ নৌযান কর্তৃপক্ষ। এরই মধ্যে মাদারীপুর জেলার শিবচরে বাংলাবাজার থেকে পন্টুন এনে মাঝিরঘাটে রাখা হয়েছে। তবে এই ঘাট দিয়ে শুধু হালকা যানবাহন চলাচল করবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) প্রকৌশলী মো. ফয়সাল বলেন, ‘নদীর প্রবল স্রোতে মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার ঘাটে ফেরি পারাপার বিঘ্নিত হয়। তাই কর্তৃপক্ষের সিদ্ধান্তে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। সে কারণে হালকাযান ও অ্যাম্বুলেন্স পারাপারের জন্য সীমিতভাবে ফেরি পারাপার সেবা চালু রাখার সিদ্ধান্ত হয়েছে। ফলে মাঝিকান্দিতে ফেরিঘাট চালু করা হবে।’
প্রকৌশলী মো. ফয়সাল আরও বলেন, ‘ইতোমধ্যে ঘাটে ফেরি চলাচলের জন্য সব কার্যক্রম শেষ করা হয়েছে। মাদারীপুর জেলার শিবচরে বাংলাবাজার থেকে একটি পন্টুন এনে মাঝিরঘাটে রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার অথবা শুক্রবারের মধ্যে ফেরি চলাচল শুরু হবে।’