মাদকের তিন মামলায় ফের আট দিনের রিমান্ডে মডেল পিয়াসা
নানা সময়ে আলোচনায় উঠে আসা মডেল ফারিয়া মাহাবুব পিয়াসাকে রাজধানীর তিন থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আট দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই আদেশ দেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) রণপ কুমার ভক্ত এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রণপ কুমার বলেন, আজ পিয়াসাকে আদালতে হাজির করে গুলশান থানার মামলায় সাত দিন, ভাটারা থানার মামলায় ১০ দিন এবং খিলক্ষেত থানার মামলায় সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক গুলশান থানার মামলায় দুই দিন, ভাটারা থানার মামলায় তিন দিন ও খিলক্ষেত থানার মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২ আগস্ট ঢাকার সিএমএম আদালত পিয়াসাকে তিন দিনের রিমান্ডে পাঠান। সে রিমান্ড শেষ হলে তাকে আজ আদালতে হাজির করা হয়।
গত ২ আগস্ট রাতে মডেল ফারিয়া মাহাবুব পিয়াসার বারিধারার নয় নম্বর রোডের তিন নম্বর বাসায় অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
২০১৭ সালের মে মাসে বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার হন দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী। ওই ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন এই পিয়াসা। এ ছাড়া চলতি বছর গুলশানের মুনিয়া আত্মহত্যাকাণ্ডে তার নাম আবার আলোচনায় আসে।