ময়মনসিংহের ঈদ জামাতে দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় ময়মনসিংহে মসজিদে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২২ এপ্রিল) সকাল আটটার দিকে নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত শুরু হয়।
জামাতে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সিটি মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানসহ অর্ধ লক্ষাধিক মানুষ ঈদের নামাজ আদায় করেন।
এদিন ঈদের জামাতে ইমামতি করেন আঞ্জুমান ঈদগাহ মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়াও নগরীর বড় মসজিদ, মার্কাস মসজিদ, ময়মনসিংহ সেনানিবাস, পুলিশ লাইন্স, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ জেলায় দুই হাজার ৪৫০টি মাঠ এবং বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এবারও মাঠের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ তৎপরতা ছিল।