ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ
শান্তিপূর্ণ পরিবেশে ময়মনসিংহে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ সোমবার সকাল ৯টা থেকে শুরু হয় এই ভোটগ্রহণ। চলে দুপুর ২টা পর্যন্ত। জেলার ১৩টি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এই ভোটগ্রহণ চলে। নিরাপত্তার জন্য সব স্থানে লাগানো হয় সিসি ক্যামেরা।
সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল। তবে নির্বাচন শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
ময়মনসিংহের প্রতিটি কেন্দ্রে তিনজন পুলিশ, চারজন আনসার সদস্য, একজন ম্যাজিস্ট্রেট ছাড়াও স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি কাজ করে মোবাইল টিম।
নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী, ১৩টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩৭ জন প্রার্থী এবং পাঁচটি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা সদস্য পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ময়মনসিংহ জেলা পরিষদে একটি সিটি করপোরেশন, দশটি পৌরসভা ও ১৪৫টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন দুই হাজার ৮৯ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছে ৪৯১ জন।