ময়মনসিংহে গোলাগুলিতে আহত দুই
ময়মনসিংহে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুজন। একই সঙ্গে একটি বাস ও প্রাইভেটকার ভাঙচুর করা হয়। গতকাল শুক্রবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শহরের বাউন্ডারি রোড এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন—শহরের নতুন বাজার এলাকার রাজ্জাক মিয়ার ছেলে শাকিল (২৫) ও নওমহল এলাকার জাহিদ হাসানের ছেলে রিমন। রিমন বাম চোখের নিচে ও শাকিল উরুতে গুলিবিদ্ধ হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য রিমনকে রাতেই ঢাকায় পাঠানো হয়েছে। আজ শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীরা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহানগর যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠান গ্রুপ ও মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওসেল আহম্মেদ অনি গ্রুপের মধ্যে গোলাগুলি ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ‘গতরাতে হাসপাতালে দুজন আহত যুবক ভর্তি হয়েছেন। তাদের একজনের নাম রিমন অপরজনের নাম শাকিল।’
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো শাহ কামাল আকন্দ বলেন, ‘পুর্ব শ্রুতার জেরে ঘটনাটি ঘটেছে। তবে, গোলাগুলি হয়েছে কিনা তদন্ত করার পর বলা যাবে।’