ময়মনসিংহে মাদকাসক্তি নিরাময়কেন্দ্র সিলগালা
ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় মোয়াজ্জেম হোসেন স্বপনের অবৈধভাবে পরিচালিত ‘শপথ’ মাদকাসক্তি নিরাময়কেন্দ্র সিলগালা করে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান অভিযান চালিয়ে কেন্দ্রটি সিলগালা করে দেন।
অভিযান পরিচালনার সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক খোরশিদুল আলমসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এই মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে চিকিৎসাধীন সাতজন রোগীকে অন্য নিরাময়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
পরে সাংবাদিকদের ব্রিফিংকালে অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
গত ২ মার্চ ‘শপথ’ মাদকাসক্তি নিরাময়কেন্দ্র থেকে একজন লাফিয়ে পড়ে এবং ১৪ মার্চ ‘প্রাপ্তি’ মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে ফাঁসিতে ঝুলে একজন আত্মহত্যা করেন।
এর পরিপ্রেক্ষিতেই ‘শপথ’ মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে অভিযান চালিয়ে সিলগালা করে দেওয়া হয়।

আইয়ুব আলী, ময়মনসিংহ