যশোরে আনসার আল ইসলামের ৪ সদস্য গ্রেপ্তার
যশোরের মনিরামপুর উপজেলা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ সক্রিয় চার সদস্যকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৬ (র্যাব)।
আজ রোববার সকালে খুলনায় র্যাব-৬ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব-৬ খুলনার লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার মো. বজলুর রশিদ সংবাদ সম্মেলনে জানান, গতকাল শনিবার যশোরের মনিরামপুরের ভোজগাতি ইউনিয়নের চালকিডাঙ্গা গ্রামে বৈঠককালে এই চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আব্দুল্লাহ আল গালিব, মো. জাফর হোসেন, নাদির হোসেন ও মুহাম্মদ আলী শেখ।
বৈঠকস্থল থেকে উগ্রবাদী নথিপত্র, একটি ল্যাপটপ, পাঁচটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জঙ্গি সংশ্লিষ্টতার কথা স্বীকার করে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
গ্রেপ্তারকৃত আবদুল্লাহ আল গালিব একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি ২০১৯ সালে আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা জসিমউদ্দিন রহমানির অডিও লেকচার শুনে উগ্রপন্থি ও জঙ্গি কার্যক্রমে উদ্বুদ্ধ হন।