যশোর থেকে ‘জঙ্গি সদস্য’ গ্রেপ্তার
যশোরের মনিরামপুর থেকে মো. সোহরাব হোসেন (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে খুলনার র্যাব-৬। র্যাবের দাবি, তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। আজ রোববার এক ই-মেইল বার্তায় এ তথ্য জানিয়েছে র্যাব ৬-এর মিডিয়া উইং।
র্যাব ৬-এর সদর দপ্তর থেকে ই-মেইল বার্তায় জানানো হয়, যশোরের মনিরামপুর থেকে এর আগে আনসার আল ইসলামের গ্রেপ্তারকৃত সদস্যদের কাছ থেকে মো. সোহবার হোসেনের নাম জানা যায়। খোঁজ নিয়ে র্যাব জানতে পারে তার নামে সন্ত্রাসবিরোধী আইনে যশোরের মনিরামপুর থানায় একটি মামলা রয়েছে। সেই মামলায় তিনি পলাতক আসামি।
পরবর্তী সময়ে তদন্তকালে র্যাব জানতে পারে মো. সোহরাব হোসেন যশোর জেলার মনিরামপুর থানাধীন চিনাটোলা বাজারে অবস্থান করছেন। পরে র্যাবের একটি আভিযানিক দল মনিরামপুরের হাসাডাঙ্গায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে আসামি কৌশলে পালানোর চেষ্টা করেন। পরে র্যাবের আভিযানিক দল নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে র্যাবের দাবি। তার বাড়ি মনিরামপুর উপজেলার হাসাডাঙ্গা গ্রামে।