যশোরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩

যশোরের বাঘারপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা, স্বেচ্ছাসেবক দল নেতা ও বাসযাত্রীসহ মোট তিনজন নিহত হয়েছেন। গতকাল রোববার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে বাঘারপাড়া উপজেলার ভাঙ্গুড়া এলাকায় যশোর-নড়াইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম জাফর আলী (৪৫), পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্য (৩৫) ও বাসযাত্রী আক্তার হোসেন (৪৭)।
তুলারামপুর হাইওয়ে পুলিশ জানায়, যশোর-নড়াইল মহাসড়কের ভাঙ্গুড়া বাজার এলাকায় একটি বাঁশবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই বাসযাত্রী আক্তার হোসেন মারা যান। গুরুতর আহত অবস্থায় আবু জাফর ও নিক্কন আঢ্যকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু জাফরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নিক্কন আঢ্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের সময় নড়াইলে তার মৃত্যু হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবায়ের আহমেদ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আবু জাফর মারা গিয়েছিলেন। নিক্কনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত এসআই নিক্কন আঢ্য ৩৭তম ব্যাচের আউটসাইড ক্যাডেট হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেছিলেন। তিনি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রে যোগ দেন। এর আগে তিনি র্যাবেও দায়িত্ব পালন করেছেন। মুন্সীগঞ্জ আদালতে সাক্ষ্য দিয়ে তিনি কর্মস্থলে ফিরছিলেন।
তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, নিহত স্বেচ্ছাসেবক দল নেতা ও আক্তার হোসেনের মরদেহ যশোর জেনারেল হাসপাতালে এবং পুলিশ কর্মকর্তা নিক্কনের মরদেহ নড়াইল মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।