রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত
রাজধানীর দক্ষিণখানের কাওলা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শুভ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
আজ শনিবার (২৮ জানুয়ারি) ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া সাংবাদিকদের বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
নিহতের ফুফাতো ভাই তানভীর জানান, দক্ষিণখান কাওলা নর্দার্ন বিশ্ববিদ্যালয় এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন শুভ। তার বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানায়। তার বাবার নাম সেলিম।