রাজধানীতে র্যাবের অভিযানে ৪৩ জন গ্রেপ্তার
গ্রেপ্তারের প্রতীকী ছবি
কিশোর গ্যাং এর দৌরাত্ম রোধে রাজধানীর বিভিন্ন এলাকায় র্যাব বিশেষ অভিযান পরিচালনা করেছে। এসময় নানা ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-২।
বুধবার (২২ মার্চ) দিবাগত রাতে র্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শিহাব এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর, শ্যামলী, আদাবর, শেরেবাংলা নগরসহ বিভিন্ন এলাকায় অপরাধ করে আসছিল। তারা মাদক সেবন, বিক্রি, অস্ত্র সরবরাহ, ইভটিজিংসহ নানা ধরনের অপরাধে জড়িত। র্যাবের কাছে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকায় এসব এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

নিজস্ব প্রতিবেদক