রাজবাড়ীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
রাজবাড়ীর সদর উপজেলার দ্বাদশী ইউনিয়নের মাধবলক্ষ্মীকোল গ্রামে পুকুরে ডুবে ছয় বছরের শিশু তাইয়েবা ও সোয়াইবের মৃত্যু হয়েছে। শিশু তাইয়েবা মাধবলক্ষ্মীকোল গ্রামের কাঠমিস্ত্রি রুবেল শেখের ছেলে ও সোয়াইব রঘুনাথপুর গ্রামের মাসুদের ছেলে। আজ শনিবার বিকেলে এই ঘটনা ঘটে।
মাধবলক্ষ্মীকোল গ্রামের কাঠমিস্ত্রি রুবেল শেখ বলেন, ‘শনিবার বিকেলে আমার মেয়ে তাইয়েবা ও ভাগ্নে সোয়াইব বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। পরে তারা পুকুরে ডুবে গেলে অন্য শিশুরা চিৎকার করে। চিৎকার শুনে আশপাশের লোকজন উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন।’
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনোয়ার হোসেন বলেন, ‘শিশু তাইয়েবা ও সোয়াইবকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। পরে পরিবারের লোকজন তাদের বাড়িতে নিয়ে যায়।’
দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মাধবলক্ষ্মীকোল ও রঘুনাথপুর গ্রামে।