রাজশাহী ডিবি পুলিশের সদস্যকে কুপিয়ে জখম
রাজশাহীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) এক সদস্যকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। আহত ওই পুলিশ সদস্যের নাম আতিকুর রহমান। এ ঘটনায় আমিনুর রহমান দুখু নামে একজনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি- আটক আমিনুর মাদক ব্যবসায়ী।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন জানান, রোববার দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ডাশমারি এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী আমিনুর রহমান দুখু ও তাঁর লোকজন পুলিশের ওপর হামলা করেন। এক পর্যায়ে কনস্টেবল আতিকুর রহমানকে কুপিয়ে জখম করেন তাঁরা।
হামলায় পুলিশের সোর্স নাইমও (৩০) আহত হয়েছেন। আহত আতিক ও নাইমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার পর পালানোর সময় আমিনুর রহমান দুখুকে আটক করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।