রাবির ‘সি’ ইউনিটের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রথম দিনের ভর্তি পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আজ সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল মঙ্গলবার ‘এ’ ইউনিটের পরীক্ষা শুরু হবে।
পরীক্ষা পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘এবারের ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্র সফল হয়নি। পরীক্ষাকে কেন্দ্র করে চার স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সে সঙ্গে বিভিন্ন এলাকায় গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপর রয়েছে। এ কারণেই হয়তো তারা সফল হয়নি। জালিয়াতি চক্র সক্রিয় আছে কিনা জানি না। তবে আমরা বিষয়গুলো খুব সূক্ষ্মভাবে মনিটরিং করছি।’
উপাচার্য আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) যেভাবে বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা নিচ্ছে, সেটা নিয়ে আমরাও পজিটিভলি চিন্তা করছি। তবে আমরা গুচ্ছ পদ্ধতিতে যাব না। স্বায়ত্তশাসিত চার বিশ্ববিদ্যালয় মিলেই সব কিছু করব। এটা সম্পূর্ণ নির্ভর করছে আমাদের আগামী একাডেমিক কাউন্সিলের মিটিংয়ের ওপর।’
এ ছাড়া আগামী ৬ অক্টোবর একই সময়সূচিতে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের ভর্তি পরীক্ষা।
এবারের ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে বিশেষ কোটা বাদে চার হাজার ১৭৩টি আসনের বিপরীতে অংশ নিচ্ছে এক লাখ ২৭ হাজার ৬৪৬ জন ভর্তিচ্ছু। তাদের মধ্যে ‘এ’ ইউনিটে ৪৩ হাজার ৫৫৮ জন, ‘বি’ ইউনিটে ৩৯ হাজার ৮৯৫ জন এবং ‘সি’ ইউনিটে ৪৪ হাজার ১৯৪ জন।