রামপুরায় বাসে অগ্নিসংযোগ-ভাঙচুরের ঘটনার অন্যতম হোতাসহ গ্রেপ্তার চার : র্যাব
রাজধানীর রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনাকে কেন্দ্র করে বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় মনির হোসেন নামের এক ব্যক্তি এবং তাঁর তিন সহযোগীকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বলা হচ্ছে, মনির হোসেন ওই অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার অন্যতম হোতা।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আজ বুধবার সকালে এ তথ্য জানিয়েছেন।
রামপুরায় গত ২৯ নভেম্বর রাত ১১টার দিকে অনাবিল সুপার পরিবহণের বাসের চাপায় একরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম নিহত হয়। এ ঘটনায় রাতে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এ সময় একাধিক বাসে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় আরও চারটি বাস।
এ ঘটনায় নিহতের মা রাশিদা বেগম বাদী হয়ে সড়ক দুর্ঘটনা আইনের ১০৫ ধারায় মামলা করেন। অপরদিকে, বাসে আগুন ও ভাঙচুরের ঘটনায় দুই মামলায় অজ্ঞাত অন্তত ৮০০ ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়।