শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত
মোটরসাইকেল দুর্ঘটনায় শেরপুরের তাতালপুরে শাহীন (১৭) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। আজ রোববার শেরপুরের শহরের তাতালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শাহীন নিজে মোটরসাইকেলটি চালাচ্ছিল।
নিহত শাহীন শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে। সে তাতালপুর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তাতালপুর সড়কে দ্রুত মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে শাহীনের মোটরসাইকেলটি রাস্তার পাশে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই সে নিহত হয়। তার সঙ্গে থাকা আহত অপরজনকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ শাহীনের মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।