নির্বাচন ভবনের সামনে ককটেল সদৃশ বস্তু বিস্ফোরণ, তরুণ আটক
নির্বাচন ভবনের কোনে ককটেল সদৃশ বস্তু নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে, পালানোর সময় নির্বাচন কমিশনে দায়িত্বরত আনসারের সদস্যরা ওই ককটেল নিক্ষেপকারী ধরে ফেলে।
শনিবার দিনগত রাতে নির্বাচন কমিশনের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আব্দুস সালাম বলেন, ঘটার পর পুলিশের হাতে ওই ব্যক্তিকে তুলে দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচন ভবনের সামনে ককটেল সদৃশ বস্তুটি নিক্ষেপ করার পর অনেক বেশি শব্দ হয়েছে, মনে হচ্ছিল সেটি সাউন্ড গ্রেনেড বা এ জাতীয় কিছু হবে।
শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক ১টার সময় এনটিভি অনলাইনকে বলেন, ককটেল বিস্ফোরণের একটি ঘটনা ঘটেছে। একজনকে আটক করা হয়েছে। তার বয়স ১৫ বছর। এখুনি তার নাম বলছি না।
ওসি আরও বলেন, কেন এ বিস্ফোরণ তা জানার জন্য ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা তদন্ত করব। ওর সঙ্গে আর কারা আছে, তা জানার চেষ্টা করছি।

নিজস্ব প্রতিবেদক