শ্যালিকাকে ধর্ষণের পর হত্যায় ভগ্নিপতির মৃত্যুদণ্ড
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় রোকসানা নামের এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে ভগ্নিপতি শাহিনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সেইসঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়।
আজ রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কিরণ শংকর হালদার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত শাহিন (৩০) নিকলী উপজেলার ভাটি ভরাটিয়া গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার দামপাড়া ইউনিয়নের নবীনপুর গ্রামে ফাইজুল ইসলামের বড় মেয়েকে বিয়ে করে ঘরজামাই থাকতেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট এম এ আফজাল জানান, ২০১৭ সালের ১১ মে রাতে ঘরজামাই শাহিন শ্যালিকা রোকসানাকে ঘর থেকে ডেকে বাইরে নিয়ে যান। এরপর তাকে ধর্ষণ করে পাশের একটি ডোবার পানিতে চুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। রাত ৩টার দিকে পরিবারের লোকজন রোকসানার লাশ উদ্ধার করে।
ঘটনার পরের দিন রোকসানার বাবা ফাইজুল ইসলাম নিকলী থানায় শাহিনকে আসামি করে মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা নিকলী থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন ভুইয়া ২০১৮ সালের ২২ জানুয়ারি মামলার অভিযোগপত্র দেন।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোজাম্মেল হক খান মাখন।

মারুফ আহমেদ, কিশোরগঞ্জ