সন্তানহারা পিতা-মাতাকে সান্ত্বনা দেওয়া যায় না : মেয়র তাপস
সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় নিহত নটরডেম কলেজের ছাত্র নাঈম হাসানের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘সন্তান হারা পিতা-মাতাকে সান্ত্বনা দেওয়া যায় না। আমার নিজেরও দুই সন্তান। নিজেই উপলব্ধি করি, এটা কী রকম বেদনাদায়ক-মর্মান্তিক ঘটনা। এ কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না।’
নগরীর কামরাঙ্গীরচরের জাওলাহাটি এলাকায় গতকাল বুধবার রাতে নিহত নাঈম হাসানের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ অনুভূতি ব্যক্ত করেন মেয়র তাপস।
এ দুর্ঘটনায় ঘাতক চালকের সর্বোচ্চ শাস্তি কামনা করে মেয়র বলেন, ‘এ রকম গাফিলতি, কোনো অন্যায় বরদাশত করা হবে না। আমরা এরই মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে ব্যবস্থা নেওয়া শুরু করেছি। আমরা তদন্ত কমিটি করেছি এবং এরই মধ্যে তাদের চিহ্নিত করেছি। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা এবং প্রাতিষ্ঠানিক যে কার্যক্রম আছে, সেগুলোও আমরা নেব, যাতে করে সুষ্ঠুভাবে বিচার সম্পন্ন হয় এবং সর্বোচ্চ শাস্তি হয়, সেটাই আমরা কামনা করি।’
এ সময় উপস্থিত স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘মেয়র সাহেব তো আছেন। মেয়র সাহেব খোঁজখবর নেবেন। যেকোনো ব্যাপারে মেয়র সহযোগিতা করবেন, আমরা সহযোগিতা করব। কাউন্সিলরকে দিয়ে যে কোনো সময়, যেকোনো ব্যাপারে খবর দেবেন, চলে আসব। মেয়র সাহেব আপনাদের ব্যাপারে যা করার সবই করবেন।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসসিসির সচিব আকরামুজ্জামান, দক্ষিণ সিটির কাউন্সিলরদের মধ্যে সাধারণ আসনের ৫৫ নম্বর ওয়ার্ডের মো. নুরে আলম, ৫৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হোসেন, ৫৭ নম্বর ওয়ার্ডের মো. সাইদুল ইসলাম এবং সংরক্ষিত আসনের শেফালী আক্তার প্রমুখ।