নাঈমের মৃত্যুর বিচার চেয়ে নটর ডেমের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
সড়ক দুর্ঘটনায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহতের ঘটনায় রাস্তা অবরোধ করেছে কলেজটির শিক্ষার্থীরা। আজ বুধবার বিকেল সোয়া ৩টার দিকে তারা রাজধানীর গুলিস্তান চত্বরে অবস্থান নেন।
অবস্থান নিয়ে শিক্ষার্থীরা নাঈমের হত্যাকারীদের বিচার চেয়ে স্লোগান দিতে থাকে। তারা ‘উই ওয়ান্ট জাস্টিজ’, ‘বিচার চাই বিচার চাই, নাঈম হত্যার বিচার চাই’সহ নানা ধরনের স্লোগান দিতে থাকে।
আন্দোলনরত শিক্ষার্থীদের একজন নাজমুল হোসাইন। সে নটর ডেম কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। নাজমুল বলে, ‘নাঈম আমার বন্ধু। একসঙ্গে পড়তাম। আজ সকালে আমাদের ক্লাস ছিল। ক্লাস শেষ হওয়ার পর নাঈম বাসায় ফিরছিল। সে সময় এ ঘটনা ঘটে। সত্যিই এটা মেনে নেওয়ার মত না।’
নটর ডেম কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী ফরহাদ হোসেন। নাঈমের সঙ্গে একই বর্ষের শিক্ষার্থী সে। ফরহাদ বলে, ‘একবার ভাবেন, সরকারি একটি গাড়ি আমার বন্ধুর প্রাণ কেড়ে নিল। সরকারের কাছেই আমাদের নিরাপত্তা নাই। কোথায় যাব আমরা? কার কাছে বিচার চাইব?’
গুলিস্তান চত্বরে শত শত শিক্ষার্থী এ অবরোধে অংশ নেয়। তারা নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সোচ্চার। সড়কে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের একটি অংশ সাড়ে ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবনের সামনে যায়। সেখানে গিয়ে কিছুক্ষণ স্লোগান দিয়ে পুনরায় এখানে ফিরে আসে। সড়কে অবস্থান নেওয়ার ফলে চারদিকে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে।
আজ দুপুর ১১টা ৫৫ মিনিটে গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসান নিহত হয়।
এ ঘটনায় ময়লার গাড়ির চালক রাসেলকে আটক করেছে পুলিশ। গাড়িটি জব্দ করে পল্টন থানায় রাখা হয়েছে বলে জানিয়েছেন গুলিস্তানে অবস্থিত সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান।