সাংবাদিক আবদুস শহিদের পরিবারকে চেক প্রদান
এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আবদুস শহিদের মৃত্যুতে তাঁর পরিবারকে জীবন বিমার মৃত্যু দাবি পরিশোধ বাবদ চেক প্রদান করেছে প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেড। আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারে এনটিভির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে আবদুস শহিদের স্ত্রী ও একমাত্র সন্তানের কাছে ১০ লাখ ১০ হাজার ৬৯৫ টাকার দুটি চেক তুলে দেওয়া হয়।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত বছরের ২৩ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আবদুস শহিদ। চিকিৎসাধীন অবস্থা থেকে শুরু করে মৃত্যুর পরও সিনিয়র এই সাংবাদিকের পাশে আছে এনটিভি পরিবার।
তারই ধারাবাহিকতায় আজ এনটিভির প্রধান কার্যালয়ে আবদুস শহিদের স্ত্রী ও একমাত্র সন্তানের হাতে জীবন বিমার মৃত্যু দাবি পরিশোধ ও স্বাস্থ্য বিমা বাবদ ১০ লাখ ১০ হাজার ৬৯৫ টাকার দুটি চেক দেন এনটিভির পরিচালক আসফাক উদ্দিন আহমেদ, প্রগতি লাইফ ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক জালালুল আজীমসহ প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এনটিভির পরিচালক আসফাক উদ্দিন আহমেদ বলেন, ‘উনার (আবদুস শহিদ) এ চলে যাওয়া আমরা কখনই পূরণ করতে পারব না। তার পরও এ ক্ষতিপূরণটা উনার পরিবার পেলে একটু হলেও উনার অভাব বা উনার চলে যাওয়াটা তাদের একটু হলেও লাঘব হবে। আমাদের এ উদ্যোগ ও প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেডকে সাথে নিয়ে।’
প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. জালালুল আজীম বলেন, ‘এনটিভি আমাদের এ সুযোগটা দিয়েছে, তাদের ইনস্যুরেন্স পার্টনার হিসেবে কাজ করার জন্য দীর্ঘদিন। আমরা করছি। এবং আমার বিশ্বাস, আমরা ভবিষ্যতেও আমাদের এ সম্পর্কটা বজায় রাখতে পারব।’
এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম বলেন, ‘মাননীয় চেয়ারম্যানের দিক নির্দেশনায় যে স্বাস্থ্য বিমাটি পরিচালিত হচ্ছে, তারই অংশ হিসেবে স্বাস্থ্য বিমার অংশীদার প্রগতি ইনস্যুরেন্স সমর্থন নিয়ে এগিয়ে এসেছে এবং আমরা সব সময়ই এ পরিবারটির পাশে থাকার জন্য চেষ্টা করব।’
এ সময় আবদুস শহিদের স্ত্রী খানিক আবেগাপ্লুত হয়ে পড়েন এবং দোয়া চান সবার কাছে। তিনি বলেন, ‘প্রগতি লাইফ ইনস্যুরেন্স, এনটিভি পরিবার যে আমাদের পাশে দাঁড়িয়েছে, উনাদের ধন্যবাদ। আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আমি যেন উনার মনের মতো করে ছেলেটাকে গড়ে তুলতে পারি, সাদা মনের মানুষ হিসেবে, সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। এটুকুই আমার চাওয়া সবার কাছে।’
এনটিভির পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিক আবদুস শহিদসহ মারা যাওয়া সব সহকর্মীর পরিবারের পাশে আছে এনটিভি পরিবার।