সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে মৃত ৭
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/06/30/stkhira-hospital.jpg)
সাতক্ষীরায় আজ বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা এবং এর উপসর্গে চিকিৎসাধীন সাত জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন মারা গেছে করোনা শনাক্ত হয়ে এবং ছয় জন মারা গেছে করোনার উপসর্গ নিয়ে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ১৬২ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে, যা নমুনা পরীক্ষার ৩০ দশমিক ৮৬ শতাংশ। এর আগের পাঁচ দিনে শনাক্তের হার ছিল যথাক্রমে ২৭ দশমিক ৫০, ২৮ দশমিক ২, ৩২ দশমিক ৭২, ২৭ দশমিক শূন্য ৪ ও ৩০ দশমিক ৩৭ শতাংশ।
করোনা পজিটিভ হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও বেসরকারি হাসপাতালে যথাক্রমে ২৫ ও ১৭ জনসহ মোট ৪২ জন চিকিৎসাধীন। মোট ৪৩৯ জন বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও কোয়ারেন্টিনে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। জেলা স্বাস্থ্য বিভাগের ডা. জয়ন্ত সরকার এসব তথ্য দিয়েছেন।
এদিকে, সাতক্ষীরায় চলমান লকডাউনের চতুর্থ সপ্তাহের ষষ্ঠ দিন আজ বুধবার শহরে মানুষের ভিড় লক্ষ করা গেছে। আগামীকাল থেকে সেনাবাহিনী মাঠে থাকবে এবং কড়াকড়ি লকডাউন হবে—এমন খবর জানতে পেরে আজ বাজার করতে বের হয়েছে বহু মানুষ। তারা মাস্ক ব্যবহার ছাড়া স্বাস্থ্যবিধি তেমন মানছে না।