সাভারে আ. লীগ নেতার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের বিক্ষোভ
হেজাফত নেতার সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকারের শাস্তি চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
আজ রোববার দুপুরে আশুলিয়ার সিএনবি সড়কে তার শাস্তি চেয়ে এই মানববন্ধন করে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ থেকে অবিলম্বে তার শাস্তির দাবি করেন বক্তারা। এদিকে, পরিস্থিতি মোকাবিলায় আজ সকাল থেকেই আশুলিয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের ঢাকা জেলা উত্তর সহসভাপতি শাহাব উদ্দিন মাদবর।
শাহাব উদ্দিন মাদবর অভিযোগ করে জানান, আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন সরকার হেফাজত নেতা মাসউদ মোস্তফার সঙ্গে সরকারবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দলের নেতাদের নামে অরুচি এবং মানহানিকর পোস্ট করেন। তিনি দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিষোদগার করছে। দলকে ক্ষতিগ্রস্ত করছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন সরকার বলেন, ‘আমি আগামী নির্বাচনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছি। এরপর থেকেই আমার বিরুদ্ধে দলের একাংশের নেতাকর্মীদের লেলিলে দেওয়া হয়েছে। আমি ষড়যন্ত্রের শিকার।’