সার মজুদ ও বাড়তি দাম : ৪ ব্যবসায়ীকে জরিমানা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/08/30/sirajgonj-vokta-odhikar-ovijan-photo.jpg)
সিরাজগঞ্জে অবৈধভাবে ইউরিয়া সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করা ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি দাম নেওয়ার অভিযোগে চার ব্যবসাপ্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় একটি সারের দোকান সিলগালা করে দেওয়া হয়।
আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বাগবাটিতে এই অভিযান চালায় সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, অবৈধভাবে ইউরিয়া সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে সারের বেশি দাম রাখা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ সিফাতকে সঙ্গে নিয়ে আজ দুপুরে সদর উপজেলার বাগবাটি বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার আইনের ৪৫ ধারায় ওই বাজারের হাসান এন্টারপ্রাইজকে ৫০ হাজার, সরকার ট্রেডার্সকে ১০ হাজার, মা ট্রেডার্সকে ১০ হাজার ও নজরুল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মালিক পলাতক থাকায় আশরাফুল ট্রেডার্সকে সিলগালা করে দেওয়া হয়।