স্বপ্ন পূরণ হলো না ঢাবি শিক্ষার্থী সুমনের
স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হওয়ার। কিন্তু, পরীক্ষার ঠিক আগের দিন স্ট্রোক করেন ইমরান হোসেন সুমন। গতকাল বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি। আজ শুক্রবার তাঁর গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। সুমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র সুমন গত মে মাসের ২৭ তারিখ ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আগের দিন স্ট্রোক করেন। এসময় তাঁকে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে ভর্তি করানো হয়। দীর্ঘ এক সপ্তাহ চিকিৎসা নেওয়ার পর গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে বারোটায় তিনি মারা যান। এরপর পরিবারের লোকজন রাতেই তাঁকে গ্রামের বাড়িতে নিয়ে যান।
এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ ড. মুহাম্মদ জাবেদ হোসেন বলেন, ‘ইমরান বিসিএস পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষার আগের দিন সে স্ট্রোক করে। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার শুরু থেকেই ওর অবস্থা ক্রিটিক্যাল বলেছিলেন। তখন অবস্থা এতটাই খারাপ ছিল যে, ডাক্তাররাও আসলে আশাবাদী ছিলেন না। গতকাল রাতে তাঁর মৃত্যু হয়।’
প্রাধ্যক্ষ ড. মুহাম্মদ জাবেদ আরও বলেন, ‘মারা যাওয়ার পর সুমনের পরিবারের লোকজন হাসপাতাল থেকে তাঁর মরদেহ বাড়িতে নিয়ে গেছে। ইমরানের পরিবারের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। তারা জানিয়েছেন—আজ জুমার নামাজের পরে তাঁকে দাফন করা হয়েছে।’