স্বাধীনতার ৫১ বছরেও মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়ন হয়নি : নুর
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/12/14/bhipi-nur.jpg)
গণঅধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, স্বাধীনতার ৫১ বছরেও মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়ন হয়নি। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দাবি করা আওয়ামী লীগ টানা ১৩ বছর সরকারে থাকলেও প্রকৃত মুক্তিযোদ্ধাদের একটি তালিকা করতে পারেনি। বরং, তালিকায় অনেক অমুক্তিযোদ্ধাকেও ঢুকিয়েছে। যা প্রমাণ করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আদর্শ থেকে যোজনযোজন দূরে।
আজ বুধবার রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নুর।
নুরুল হক নুর বলেন, ‘৭১ এ পাকিস্তানি হানাদার বাহিনী রাতের অন্ধকারে বুদ্ধিজীবীদের তুলে নিয়ে এসে নির্যাতন করছে, হত্যা করছে। আর আজ স্বাধীন দেশে ভিন্নমতের রাজনীতি করার কারণে আইনশৃঙ্খলা বাহিনী মানুষকে বাসা থেকে তুলে নিয়ে আসছে, হুমকি দিচ্ছে, গুম-হত্যা করছে, যা পাকিস্তানিদের বর্বরতাকেও হার মানিয়েছে। শহীদদের আত্মা চিৎকার করে বলছে এই বাংলাদেশ দেখার জন্য আমরা জীবন দিইনি।’
নুরুল হক নুর আরও বলেন, ‘বর্তমান সরকার পাকিস্তানি চেতনাবোধ থেকে বের হতে পারেনি। এরা মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও আইয়ুব খান, ইয়াহিয়া খানের মতো রাষ্ট্র চালাচ্ছে। যে স্বপ্ন বাস্তবায়নের জন্য এদেশের কৃষক-শ্রমিক, সাধারণ মানুষ জীবন দিয়েছে তা আজও বাস্তবায়ন করা হয়নি। স্বাধীনতার ৫১ বছরে আজও আমাদের ভোটের জন্য, বাকস্বাধীনতার জন্য, গণমাধ্যমের স্বাধীনতার জন্য লড়াই করতে হচ্ছে।’