হংকংয়ে গাজী কামালের ওপর ফের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/01/22/gopalganj-human-chain-hongkong.jpg)
হংকংয়ে বসবাসরত গোপালগঞ্জের গাজী কামালের (৫০) ওপর ফের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ সদরের উরফি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এলাকাবাসী এ মানববন্ধন করে।
হংকংয়ে সন্ত্রাসী হামলার শিকার গাজী কামাল গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া গ্রামের ফজরউদ্দিন গাজীর ছেলে। ঘন্টাকালব্যাপী এ মানববন্ধনে এলাকাবসী হংকংয়ে গাজী কামালের ওপর সন্ত্রাসী হামলার বিচার ও হামলাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বক্তব্য দেন উরফি ইউনিয়নের চেয়ারম্যান মনির গাজী, সাবেক চেয়ারম্যান ইকবাল গাজী, মেহেদী গাজী, ভুক্তভোগী গাজী কামালের ছোট ভাই জামাল গাজী প্রমুখ।
মানববন্ধনে গাজী কামালের ছোট ভাই জামাল গাজী জানান, তার বড় ভাই গাজী কামাল ৮-১০ বছর ধরে সপরিবারে হংকংয়ে বসবাস করছেন। গত ১৩ জানুয়ারি হংকংয়ে বসবাসরত বাংলাদেশের সিলেটের শাওন আহমেদ এবং বাহ্মণবাড়িয়ার অরিফ চৌধুরী ও মুনসুর চৌধুরীর নেতৃত্বে ৮-১০ জন ভারতীয় শিখ ও পাঞ্জাবি অস্ত্রধারী সন্ত্রাসী হংকংয়ের শ্যামসিউপো এলাকায় একটি পার্কের মধ্যে অতর্কিত হামলা চালিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে। গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে ওই সন্ত্রাসী গ্রুপ। টাকা না পেয়ে তারা তাকে ২৮ অক্টোবর কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায়।
এ ঘটনায় হংকংয়ের মংকক থানায় গাজী কামাল বাদী হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলায় পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। পরে আসামিরা জামিনে বেরিয়ে আসে। গত ১৩ জানুয়ারি আবারও হত্যার উদ্দেশে তার উপর হামলা চালায় তারা। তারা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। বর্তমানে তিনি হংকংয়ের একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
মানববন্ধনে গাজী কামালের পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।