হাকিমপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
দিনাজপুরের হাকিমপুরে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে খালাত ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো উপজেলার বাঁশমুড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে নিরব (৩) ও আলীহাট গ্রামের মাজেদুল ইসলামের মেয়ে মরিয়ম (৪)।
এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, আজ দুপুরে উপজেলার আর্জিপাড়া গ্রামের নানার বাড়িতে বেড়াতে আসে ওই দুই শিশু। এরপর তারা বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করার সময় পানিতে পড়ে যায়। শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজনেরা খোঁজাখুঁজি শুরু করে। পরে লোকজনেরা পুকুরপাড়ে গিয়ে মৃত অবস্থায় শিশু দুটিকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে।
স্থানীয়রা জানান, মৃত শিশুরা সম্পর্কে খালাত ভাই-বোন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।