হেফাজতের নায়েবে আমির আবদুল কাদের ৫ দিনের রিমান্ডে
হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ও খেলাফতে মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদেরকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এই আদেশ দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা আজ আসামি আহমদ আবদুল কাদেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
এর আগে গতকাল শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর আগারগাঁও থেকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতা ড. আহমদ আবদুল কাদেরকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম বলেন, সাম্প্রতিক সময়ে হেফাজতের তাণ্ডবে আহমদ আবদুল কাদেদের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ ছাড়া তিনি ২০১৩ সালে শাপলা চত্বরে অগ্নিসংযোগ-ভাঙচুরের ঘটনার মামলার আসামি।
ড. আহমদ আবদুল কাদের ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন। ভোটের দিন তাঁর এজেন্টদের বের করে নৌকার প্রতীকে সিল মারার অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন তিনি।
ড. আহমদ আবদুল কাদেরকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, ‘বর্তমান অবৈধ সরকার নিজেদের অনৈতিক শাসনকে নিষ্কণ্টক ও দীর্ঘায়িত করার লক্ষ্যে বিরোধী দল এবং ভিন্ন মত, স্বাধীন চিন্তাকে দমন করতে রাজনৈতিক নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আর এরই ধারাবাহিকতায় ২০ দলীয় জোট নেতা ও খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।’