১০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার দুজন রিমান্ডে
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকা। ফাইল ছবি
রাজধানীর ওয়ারী থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি নূর মোহাম্মদ নুরু (৩৮) ও মো. আলমগীর সরদারের (৩৯) একদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা এই আদেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা তাদের পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
নথি থেকে জানা গেছে, গত সোমবার সকালে র্যাব-১০-এর একটি আভিযানিক দল ওয়ারী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আনুমানিক তিন লাখ টাকা মূল্যের ১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ও নগদ এক হাজার ৫০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ওয়ারি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়।

আদালত প্রতিবেদক