ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানের ৭ দিনের রিমান্ডের আবেদন
২০৭ কোটি টাকা আত্মসাতের মামলায় ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করে সিনিয়র মহানগর স্পেশাল জজ আদালতে সোপর্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর বংশাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর দুদক আদালতে তাঁর সাত দিনের রিমান্ড আবেদন করেছে।
দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও তদন্তকারী কর্মকর্তা মো. মশিউর রহমান দুদকের পক্ষে এই রিমান্ডের আবেদন করেন। দুদকের উপপরিচালক (গণসংযোগ) আক্তারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামকে আজ বেলা দেড়টায় গ্রেপ্তার করা হয়। তিনি ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান থাকাকালে মামলার অন্যান্য আসামিদের সঙ্গে যোগসাজশে অপরাধমূলক কাজ ও বিশ্বাসভঙ্গ করেন। ক্ষমতার অপব্যবহার করে তিনি ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের তোপখানা রোডস্থ ৩৩.৫৬ শতাংশ জমি ও বিল্ডিং ২০৭ কোটি ৬০ লাখ ৩৬ হাজার টাকায় বিক্রি করেন।
বিক্রিত টাকা থেকে ৪৫ কোটি টাকা স্থানান্তর ও হস্তান্তর করে অপরাধলব্ধ আয়ের অবৈধ প্রকৃতি, উৎস ও অবস্থান গোপন করার উদ্দেশ্যে জ্ঞাতসারে বিভিন্ন ব্যাংকে স্থানান্তর করে নজরুল ইসলাম ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা, দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অপরাধ করেছেন।
আবেদনে আরও বলা হয়, ওই ৪৫ কোটি টাকার মধ্যে বিক্রেতাদের সঙ্গে যোগসাজশ করে নজরুল ইসলাম নিজে ও তাঁর স্ত্রী তাসলিমা ইসলাম এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ১৯ কোটি ৫০ লাখ টাকা দুর্নীতির মাধ্যমে গ্রহণ করে আত্মসাৎ করেছেন। এই মামলা সংশ্লিষ্ট অপরাধের সঙ্গে আসামি সরাসরি জড়িত।
এমতাবস্থায়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এজাহারভুক্ত ১ নম্বর আসামি ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করার আবেদন জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক