নরসিংদীতে হামলার জন্য মতিন দায়ী : আসাদোজ্জামান

নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আসাদোজ্জামানের চার সমর্থকের বাড়িতে একযোগে হামলা, ভাঙচুর ও গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। গতকাল রোববার রাতে শহরের বিভিন্ন এলাকায় একযোগে চালানো এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এই ঘটনার প্রতিবাদে আজ সোমবার বেলা ১১টার দিকে জেলা আইনজীবী সমিতিতে সংবাদ সম্মেলন করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আসাদোজ্জামান। সংবাদ সম্মেলনে তিনি হামলার জন্য প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঞাকে দায়ী করেন। একই সঙ্গে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট আসাদোজ্জামান বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাঁর পরাজয় আঁচ করতে পেরে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। এরই অংশ হিসেবে রোববার রাত সাড়ে ৭টার দিকে তাঁর সমর্থক ও আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদউল্লাহর বাড়িতে সন্ত্রাসীরা গুলি ও হামলা চালায়। ওই সময় তাঁর সঙ্গ ছাড়তে বলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়ে স্ত্রী-সন্তানদের মেরে ফেলার হুমকি দেয়।
একই সময় শহরের পুরাতন জজ কোর্ট এলাকায় রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি আবদুস ছাত্তারের বাড়িতে, শহরের গাবতলী এলাকার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাছির উদ্দিন খানের বাড়িতে ও সঙ্গীতা মোড়ে ডৌকারচর ইউপি চেয়ারম্যান লোকমান হোসেনের টাইলসের দোকানে ঢুকে হুমকি দেয় এবং ভাঙচুর করে সন্ত্রাসীরা।
আসাদোজ্জামান আরো অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল মতিন ভূঞার পক্ষে থাকা দলের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা ভোটারদের তথা চেয়ারম্যান মেম্বারদের ডেকে কালো টাকা বিতরণসহ প্রকাশ্যে ভোট দিতে হবে বলে হুমকি দিচ্ছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এস এ হাদি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি আইয়ুব খান, নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আমজাদ হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা।