দৌলতপুরে র্যাবের অভিযানে গ্রেপ্তার চার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/04/photo-1433393715.jpg)
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে র্যাব। গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চারজন হলেন দৌলতপুর উপজেলার ছাতারপাড়া গ্রামের আবদুস ছালাম ও মিরপুর উপজেলার আটিগ্রাম এলাকার লালন, দৌলতপুরের ফারাকপুর গ্রামের তারিক ও একই গ্রামের রবিউল ইসলাম। তাঁরা অবৈধ অস্ত্র ব্যবসায়ী বলে দাবি করেছে র্যাব। তাঁদের কাছ থেকে একটি বিদেশি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পিস্তল, দুটি ম্যাগাজিন, ১৬টি গুলি ও একটি এলজি উদ্ধার করা হয়েছে বলেও র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
urgentPhoto
কুষ্টিয়া র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিব জানান, দৌলতপুরের ছাতারপাড়া গ্রামে অস্ত্র বেচাকেনা হচ্ছে খবর পেয়ে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি দল বুধবার রাত সাড়ে ৮টার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় অবৈধ দুই অস্ত্র ব্যবসায়ী আবদুস ছালাম ও লালনকে আটক করা হয়। তিনি বলেন, র্যাব সদস্যরা তাঁদের কাছ থেকে একটি বিদেশি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১০টি গুলি উদ্ধার করে।
মেজর মোসাদ্দেক আরো জানান, রাত সাড়ে ১২টার দিকে দৌলতপুরের ফারাকপুর গ্রামে অভিযান চালিয়ে র্যাব-১২ হোসেনাবাদ ক্যাম্পের অপর একটি দল অবৈধ দুই অস্ত্র ব্যবসায়ী তারিক ও রবিউলকে একটি এলজি, ছয়টি গুলিসহ আটক করে। তিনি জানান, ওই চারজনের বিরুদ্ধে দৌলতপুর থানায় অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।