মাদক অধিদপ্তর পায়নি, কাস্টমস পেল ১০ বোতল মদ
রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে অভিযান চালিয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কিছু না পেলেও একদিনের ব্যবধানে সেখান থেকে ১০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে শুল্ক ও গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের (কাস্টমস) কর্মকর্তারা।
আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলের বিরুদ্ধে এই হোটেলেই ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর সারা দেশে তোলপাড় শুরু হলে কর্তৃপক্ষ গতকাল শনিবার জানিয়েছিল, সেখানে মদের বারের কোনো লাইসেন্স নেই।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে রেইনট্রি হোটেলে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গুলশান বিভাগের পরিদর্শক ওবায়দুল কবিরের নেতৃত্বে চার সদস্যের দল এই অভিযান চালায়। তবে হোটেলে কোনো মাদক ও অ্যালকোহল জাতীয় কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছিলেন হোটেলের কর্মকর্তা ফারজানা আরা রিমি।
এই কর্মকর্তা আরো জানিয়েছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা হোটেলে কোনো মদের বারের সন্ধান পাননি। তবে এখানে জুসের বার রয়েছে।
এর একদিন পরেই সেখানে ফের অভিযান চালাল শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তর। সংস্থার মহাপরিচালক মঈনুল ইসলাম জানান, আজ রোববার দুপুর ১টার দিকে রেইনট্রি হোটেলে অভিযান শুরু করা হয়। অভিযান এখনো চলছে। হোটেলের প্রতিটি কক্ষে তল্লাশি করা হচ্ছে। অভিযান শেষ হলে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।