‘টুপি পরা চোর’ ধরতে চলছে পুলিশের অভিযান

ইফতারের পরে মাগরিবের নামাজের ফাঁকে টুপি মাথায় দিয়ে বিভিন্ন বাসা-বাড়িতে গিয়ে মুঠোফোন, ল্যাপটপসহ দামি জিনিসপত্র চুরি করে একটি চক্র। এই চক্রের সাত থেকে আটজন সদস্যকে আজ মঙ্গলবার গ্রেপ্তার করেছে মতিঝিল থানার পুলিশ। চক্রের বাকি সদস্যদের ধরতে এখনো অভিযান চালাচ্ছে তারা।
আজ বিকেল ৫টা ৪৫ মিনিটে এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক। তিনি জানান, বিভিন্ন বাসা থেকে মোবাইল, ল্যাপটপসহ দামি জিনিসপত্র চুরি করে একটি চক্র। তাদের বেশ কিছু সদস্য একসঙ্গে মিলে এই কাজ করে। এই চক্রের সাত থেকে আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।
ওসি জানান, এই চক্রের সদস্যরা পায়জামা-পাঞ্জাবি পরে, টুপি মাথায় দিয়ে সন্ধ্যার পর বিশেষ করে রমজান মাসে ইফতারের পর যখন মানুষ মাগরিবের নামাজ পড়তে ব্যস্ত থাকে, তখন তারা বাসায় ঢুকে অথবা বাসার তালা ভেঙে মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এদের বেশির ভাগ কক্সবাজার ও চট্টগ্রাম এলাকার বাসিন্দা। তারা একসঙ্গে বাসা ভাড়া নিয়ে পরিকল্পনা করে এই সব কাজ করছে।
ঢাকার তিন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। অভিযান শেষে আজ রাত ৮টার সময় এই বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি ওমর ফারুক।