বাসকে বাসের ধাক্কা, নিহত ১
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি নামক স্থানে ঢাকা-মাওয়া মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসকে অপর একটি যাত্রীবাহী বাস পেছন থেকে জোরে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা বাস রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে একজন নিহত এবং পাঁচজন আহত হয়। আজ সোমবার বেলা পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মো. ফারুক (২৭) গ্রেট বিক্রমপুর পরিবহনের বাসচালকের সহকারী হিসেবে কাজ করতেন। আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান জানান, দোগাছি এলাকায় গ্রেট বিক্রমপুর পরিবহনের একটি বাসকে (ঢাকা মেট্রো : গ ১৪-৩৭৭৩) পেছন থেকে তন্দ্রা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো : গ ১৪-১০৩৭) ধাক্কা দেয়। এতে গ্রেট বিক্রমপুর পরিবহনের বাসটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই গ্রেট বিক্রমপুর পরিবহনের বাসচালকের সহকারী মারা যায়।