গজারিয়ায় বাসচাপায় পুলিশ সদস্য নিহত
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় আজ শুক্রবার বাসচাপায় পুলিশ সদস্য মো. তারেক হাসানের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন তাঁর বাবা। ছবি : এনটিভি
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য মো. তারেক হাসান (২৬) নিহত হন। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় চট্টগ্রামগামী বাসের চাপায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, নিহত তারেক হাসান ঢাকায় পুলিশের রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি গজারিয়ার ভবেরচর ইউনিয়নের আনারপুরা গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে। তিনি একদিনের ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন। আজ দুপুরে মোটরসাইকেলে করে রাস্তা পারাপার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি লোকাল বাস তাঁকে চাপা দিয়ে চলে যায়।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ