স্কুলের মেঝে ভাঙতেই সাপ আর সাপ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের মেঝে ভেঙে ১৪টি বিষধর গোখরা সাপ ও বেশ কিছু ডিম পাওয়া গেছে। পরে সাপগুলো মেরে ফেলা হয়। ধ্বংস করা হয় ডিমগুলো।
আজ রোববার নাগেশ্বরীর পূর্ব পয়ড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। সাপের আতঙ্কে ক্লাস বন্ধ করে বিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পূর্ব পয়ড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলছিল। এ সময় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী জানালা দিয়ে পাশের বন্ধ থাকা শ্রেণিকক্ষে প্রায় দুই ফুট দৈর্ঘ্যের একটি সাপ দেখতে পায়। তার চিৎকারে বিদ্যালয়ের শিক্ষকরা এসে সেখানে আরো কয়েকটি সাপ দেখতে পান।
সঙ্গে সঙ্গে আশপাশের লোকজনকে খবর দেওয়া হয়। পরে শ্রেণিকক্ষের মেঝের একটি অংশ ভেঙে অন্তত ১৪টি বিষধর গোখরা সাপ মেরে ফেলা হয় এবং বেশ কিছু ডিম নষ্ট করা হয়। এসব ডিমের প্রতিটির ভেতরে দেড় থেকে দুই ইঞ্চি লম্বা সাপের বাচ্চা ছিল।
পূর্ব পয়ড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা বেগম পারুল জানান, সাপ দেখে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় বিদ্যালয় ছুটি দেওয়া হয়েছে। ওই শ্রেণিকক্ষে আরো সাপ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় লোকজনের সহায়তা নিয়ে ওগুলোকেও মারা হবে বলে জানান প্রধান শিক্ষক।