মাগুরায় অটোরিকশা চালুর দাবি

মহাসড়কে ব্যাটারিচালিত ও সিএনজিচালিত অটোরিকশাসহ তিন চাকার যান চলাচল বন্ধের প্রতিবাদে মাগুরায় অটোরিকশার মালিক, চালক ও শ্রমিকরা বিক্ষোভ করেছে।
মাগুরা অটোরিকশা মালিক সমিতির ব্যানারে অটোরিকশা মালিক ও চালক-শ্রমিকরা আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে। এর আগে আরো কয়েকটি সংগঠনের ব্যানারে কয়েক হাজার শ্রমিক শহরে পৃথক বিক্ষোভ মিছিল বের করে। পরে জেলা প্রশাসকের কাছে তারা স্মারকলিপি দেয়।
জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করার সময় আয়োজিত সমাবেশে বক্তব্য দেন অটোরিকশা মালিক সমিতির সভাপতি মো. সাখাওয়াত চোপদার, ইজিবাইক চালক সমিতির সভাপতি মো. জাকারিয়া হোসেন ও সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান। সমাবেশে বক্তারা অবিলম্বে হাজার হাজার মালিক শ্রমিকের পরিবারের স্বার্থে মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচলের দাবি জানান। এ ব্যাপারে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকিও দিয়েছেন তাঁরা।