সদ্যবিলুপ্ত ছিটমহলে কমিউনিটি পুলিশিং কার্যক্রম
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/06/photo-1438875880.jpg)
সদ্য বিলুপ্ত ছিটমহলগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় কুড়িগ্রামে কমিউনিটি পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রামের সদ্য বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার কালীরহাট বাজারে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের ওপর ‘ওপেন হাউস ডে’ এবং সদ্য বিলুপ্ত ছিটমহলবাসীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ্। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সভাপতি মঈনুল হক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, আইন উপদেষ্টা অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক প্রমুখ।
বক্তারা জানান, সদ্য বিলুপ্ত ছিটমহলগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ছিটবাসীদের নিয়ে গঠিত কমিউনিটি পুলিশিং তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। ৬৮ বছর ধরে আইনের বাইরে থাকা এ জনগোষ্ঠীকে দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পুলিশকে সহযোগিতার আহ্বান জানান বক্তারা।