শিমুল বিশ্বাস ৫ দিনের রিমান্ডে
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ আদেশ দেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান জানান, হাইকোর্টের সামনে পুলিশের প্রিজনভ্যানে হামলায় ঘটনায় শাহবাগ থানা পুলিশ শিমুল বিশ্বাসকে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
অপরদিকে, শিমুলের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদিন মেজবাহ বলেন, রিমান্ডের আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। দুই পক্ষের আবেদনের পর বিচারক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালত প্রাঙ্গণ থেকে শিমুল বিশ্বাসকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ আদালত এদিন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ড দেন। এ ছাড়া সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।