ঝিনাইদহে পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/28/photo-1440755112.jpg)
ঝিনাইদহের কালীগঞ্জে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বরাট গ্রামের একটি পুকুর থেকে বিউটি রানীর (৩৫) লাশ উদ্ধার করা হয়।
বিউটি রানী ওই গ্রামের গোপাল চন্দ্র বিশ্বাসের স্ত্রী। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সকালে গ্রামের একটি পুকুরে এক নারীর লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে বিউটি রানীর লাশ উদ্ধার করে।
ওসি বলেন, এটি হত্যা, না আত্মহত্যা—তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং মামলা হওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।