পাঁচবিবিতে জামায়াত নেতা আটক
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির আলতাফ হোসেনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোলাম গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ হোসেন জানান, দুপুরে মোলাম গ্রামে জামায়াত সমর্থক রেজাউল ইসলামের বাড়িতে গোপন বৈঠক করার সময় আলতাফকে আটক করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়।
বৈঠকে উপজেলা জামায়াতের অর্থবিষয়ক সম্পাদক মুক্তার হোসেনও উপস্থিত ছিল বলে জানান পরিদর্শক। তবে আলতাফ কোনো মামলার আসামি কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।